শিবালয়ে আমার দেশ পত্রিকা ফটোকপি করার হিড়িক

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪২

শিবালয়ে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার কপি সংগ্রহের হিড়িক পড়েছে। মূল কপি না পেয়ে পাঠকরা এখন ফটোকপি কিনে পড়ছেন। এ সুযোগে দোকানিরা প্রতিটি কালার ফটোকপি ২০ টাকা দরে বিক্রি করছেন।

বিজ্ঞাপন

১৩ সেপ্টেম্বর আমার দেশ পত্রিকায় ‘বাবার নামে স্কুল চান সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের গৃহকর্মী’ -শিরোনামে চার কলামের একটি প্রতিবেদন প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। পত্রিকার মূল কপি না পাওয়ায় অনেকে ওই নিউজ অংশের ফটোকপি করে পড়তে শুরু করেন।

আরিচার ফটোকপি ব্যবসায়ী আকতার, বাতেন ও সালাউদ্দিন জানান—সারাদিন অসংখ্য মানুষ এসে এই নিউজের কপি চাইছেন। বিকেলে এলাকায় ঘুরে দেখা গেছে, অনেকের হাতেই আমার দেশ এর ওই প্রতিবেদনটির ফটোকপি।

চরাঞ্চলের ইকলাছ, শরীফ, সন্তোষ, শিবালয়ের আব্বাস ও সোহেলসহ মধ্যনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন বলেন, ‘আমরা মূল পত্রিকা না পেয়েই নিউজ অংশের ফটোকপি কিনতে বাধ্য হয়েছি। নিউজটির প্রতিটি কথাই সত্য হওয়ায় আমার দেশ পত্রিকার প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে গেছে। আমরা চাই হকাররা নিয়মিত আমাদের এলাকায় এই পত্রিকা সরবরাহ করুক।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত