টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপির কার্যালয়ে টেবিলে পা তুলে ধুমপান করছিলেন হারুন আর রশিদ নামের এক আওয়ামী লীগ কর্মী। পা তুলে তার ধুমপানের এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এর আগে গত রোববার রাতে ‘জিয়ার সৈনিক’ নামের একটি ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করা হয়।
জানা গেছে, হারুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী। তার বাড়ি সিংহচালা গ্রামে। তার বাবা একাব্বর আলী ছিলেন বৃহত্তর রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি লক্ষিন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক। এর আগে একাব্বর আলী লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ বিষয়ে সোমবার হারুন আর রশিদ আমার দেশকে বলেন, এক মাস আগে এ ছবিটি রাত ১১টায় স্থানীয় শ্রমিক দলের এক নেতা ছবিটি অফিসে আকস্মিকভাবে তুলে ফেলেন। তিনি মনের অজান্তেই টেবিলে পা তুলে ফেলেছিলেন।
আওয়ামী লীগের কর্মী হয়ে বিএনপির কার্যালয়ে কেন গিয়েছিলেন জানতে চাইলে হারুন বলেন, ওই অফিসটি বিএনপির নয়। অফিসটি খোরশেদ মেম্বারের বিল্ডিং। তার মামা উপজেলা বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন তালুকদার সেখানে তার সঙ্গে স্থানীয় একটি বিষয় নিয়ে আলোচনার জন্য হারুনকে নিয়ে গিয়েছিলেন। লোকজন চলে যাওয়ার পরই সেখানে ধুমপান করেছিলেন তিনি।
ইকবাল তালুকদারকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ অফিসে বসেন। হারুন আমার বোনের দেবরের ছেলে। সম্পর্কে ভাগনে। কখন সে এই অফিসে এসে এ কাজ করেছে আমি জানি না।’
পৌর বিএনপির সভাপতি আব্দুর বাসেদ করিম আমার দেশকে বলেন ‘আওয়ামী লীগের কোনো নেতাকে যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

