উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
এরআগে গতকাল শনিবার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায় কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটির আহবায়ক হলেন নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব হলেন এম আনোয়ার হোসেন। অন্যদিকে পৌর কমিটির আহবায়ক হলেন মাহমুদ সরকার, সদস্য সচিব হলেন মহসিন উজ্জামান।
এ কমিটি ঘোষণার পরই বাতিলের দাবিতে বিক্ষোভ করে পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার সকালে তারা লাঠিশোঠা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানে বক্তব্য শেষে তাদের একটি মিছিল বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
অপরদিকে নতুন কমিটির নেতৃত্বে আরেকটি মিছিল বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। একপর্যায়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে দুপক্ষের মধ্যে ইট পাটকেল ছোঁড়াছুড়ি, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ নেতাকর্মীদের বুঝিয়ে শান্ত করে।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেন জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনে আমাদের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এতে অপরপক্ষের নেতাকর্মীরা হামলা করে আমাদের ২০/২৫ জন নেতাকর্মীকে আহত করে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। ওই কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। এজন্য এই কমিটিকে বাতিলের দাবিতে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। সেই মিছিলে চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকির নেতাকর্মীরা হামলা করে। এতে আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন। এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানাই।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের জানান, বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল বের করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
এরআগে গতকাল শনিবার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায় কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটির আহবায়ক হলেন নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব হলেন এম আনোয়ার হোসেন। অন্যদিকে পৌর কমিটির আহবায়ক হলেন মাহমুদ সরকার, সদস্য সচিব হলেন মহসিন উজ্জামান।
এ কমিটি ঘোষণার পরই বাতিলের দাবিতে বিক্ষোভ করে পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার সকালে তারা লাঠিশোঠা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানে বক্তব্য শেষে তাদের একটি মিছিল বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
অপরদিকে নতুন কমিটির নেতৃত্বে আরেকটি মিছিল বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। একপর্যায়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে দুপক্ষের মধ্যে ইট পাটকেল ছোঁড়াছুড়ি, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ নেতাকর্মীদের বুঝিয়ে শান্ত করে।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেন জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনে আমাদের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এতে অপরপক্ষের নেতাকর্মীরা হামলা করে আমাদের ২০/২৫ জন নেতাকর্মীকে আহত করে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। ওই কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। এজন্য এই কমিটিকে বাতিলের দাবিতে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। সেই মিছিলে চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকির নেতাকর্মীরা হামলা করে। এতে আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন। এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানাই।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের জানান, বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল বের করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৪ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৫ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৬ ঘণ্টা আগে