গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৫: ২২
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৫: ২৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এরআগে গতকাল শনিবার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায় কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটির আহবায়ক হলেন নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব হলেন এম আনোয়ার হোসেন। অন্যদিকে পৌর কমিটির আহবায়ক হলেন মাহমুদ সরকার, সদস্য সচিব হলেন মহসিন উজ্জামান।

এ কমিটি ঘোষণার পরই বাতিলের দাবিতে বিক্ষোভ করে পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার সকালে তারা লাঠিশোঠা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানে বক্তব্য শেষে তাদের একটি মিছিল বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

অপরদিকে নতুন কমিটির নেতৃত্বে আরেকটি মিছিল বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। একপর্যায়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে দুপক্ষের মধ্যে ইট পাটকেল ছোঁড়াছুড়ি, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ নেতাকর্মীদের বুঝিয়ে শান্ত করে।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেন জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনে আমাদের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এতে অপরপক্ষের নেতাকর্মীরা হামলা করে আমাদের ২০/২৫ জন নেতাকর্মীকে আহত করে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। ওই কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। এজন্য এই কমিটিকে বাতিলের দাবিতে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। সেই মিছিলে চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকির নেতাকর্মীরা হামলা করে। এতে আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন। এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানাই।

কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের জানান, বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল বের করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত