দেশে দুদিনে চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির রেশ না কাটতেই শনিবার সকালে এবং সন্ধ্যায় পুনরায় দুবার ভূমিকম্প অনুভূত হয়। দুদিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মনে।
এছাড়া ভূতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে আরও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে- এমন খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে।
এ আশঙ্কায় শহরের বাসা ছেড়ে গ্রামের দিকে ছুটছেন বহু মানুষ। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নরসিংদী শহরের বাসা ছেড়ে অনেক মানুষকে গ্রামের বাড়িতে চলে যেতে দেখা গেছে।
এছাড়াও ভূমিকম্প আতঙ্কে রাতভর অনেককে ঘরের বাইরে রাস্তায় ও খোলা মাঠে অবস্থান নিতে দেখা গেছে।
মাধবদী ফায়ার সার্ভিসের অফিসার আবু রায়হান জানান, জেলার বেশকিছু এলাকায় ভূমিকম্পে আতঙ্কে মানুষ ঘরের বাইরে ও গ্রামে ছুটছে।

