শরীয়তপুরে আ.লীগের ককটেলযুদ্ধ

পুলিশের মামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার, বরিশাল ও শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২১: ২২

শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে জাজিরা থানায় মামলাটি করেছে। এতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। রোববার মামলার তথ্য নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। মাঝেমধ্যে তারা সংঘর্ষে লিপ্ত হন। এরই অংশ হিসেবে শনিবার ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় তারা বোমাযুদ্ধে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

এ ঘটনায় রোববার সকালে জাজিরা থানা পুলিশের এসআই সঞ্জয় কুমার দাস বাদী হয়ে দুই পক্ষের ৮৮ জনের নাম উল্লেখসহ এক হাজার জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করে মামলা করেন। তাদের মধ্যে আটজনকে আটক করতে পেরেছে পুলিশ ও র‌্যাব।

এর মধ্যে বিলাসপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস বেপারীকে শনিবার রাতে র‍্যাব-৮ ও র‍্যাব-৩-এর সদস্যরা ঢাকা থেকে গ্রেপ্তার করেন। বাকি সাতজনকে বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আটক করে যৌথবাহিনী।

ওসি দুলাল আকন্দ বলেন, আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনির হোসেন কুদ্দুস বেপারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব-৮ ও র‍্যাব-৩-এর যৌথ অভিযানে ঢাকার মোমিনবাগ এলাকা থেকে রোববার রাত ১টার দিকে প্রধান আসামি কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন র‍্যাব হেফাজতে রয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত