নিক্সন চৌধুরীর সমর্থক এখন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৫: ৩৩
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২৩: ০৭

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা।

বিজ্ঞাপন

বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে মোট ২২৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় নাম রয়েছে মিজানুর রহমান মোল্লার।

এর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারে দাবি করা হয়—এক সময়ের নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ এই ব্যক্তি এখন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। যদিও মিজানুর রহমান মোল্লা তখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি।

ভাইরাল হওয়া পোস্টারে দেখা যায়, শেখ মুজিবুর রহমান, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি নিক্সনের ছবির পাশাপাশি রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লার ছবি।

তবে ওই সময় পোস্টারটি কে বা কারা প্রকাশ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত কি না, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

Khelafot

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা দুই দিন আগে জানান, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল আমার ছবি ব্যবহার করে এসব পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। আমি কোনো দিন নিক্সন চৌধুরী বা আওয়ামী লীগের কর্মী ছিলাম না। আমি চরমোনাইয়ের হয়ে ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলাম; কিন্ত আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত