আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুপক্ষের হাতাহাতি থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

দুপক্ষের হাতাহাতি থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুপক্ষকে থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজাহারের মৃত্যু হয়।

গত শুক্রবার রাতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়ায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবারের দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় তালিকায় নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়। তাদেরকে থামাতে গেলে উত্তেজিত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়েন আজাহার।

এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, যুবদল নেতা রাজিব, হাসান, মিলন, আবুলসহ অজ্ঞাত ৭-৮ জন নিহত আজাহারের ওপর অতর্কিত হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন আমার দেশকে বলেন, স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজাহারের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন