আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেখ মুজিব, নির্মল সেন, রমেশচন্দ্র আর হরি চাঁদের ঐতিহ্যবাহী গোপালগঞ্জ: ভিপি নুর

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

শেখ মুজিব, নির্মল সেন, রমেশচন্দ্র আর হরি চাঁদের ঐতিহ্যবাহী গোপালগঞ্জ: ভিপি নুর

গোপালগঞ্জের মুকসুদপুরে এক পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, সাংবাদিক ও বামপন্থী নেতা নির্মল সেন, রমেশচন্দ্র মজুমদার, হরি চাঁদ ঠাকুর থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এই মধুমতীর তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি, দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে হবে। এইভাবে আমাদের নতুন বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে।

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

পথসভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মাহফুজুর রহমান, ফারুক হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...