টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিক্রির বায়না চুক্তির ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার দেওহাটা এলাকা থেকে ফিল্মিস্টাইলে টাকাগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। এ টনায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক থানায় মামলা করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক জাবেদ পারভেজ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ১৭ ডিসেম্বর বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে ব্যাগভর্তি জমি বিক্রির বায়না চুক্তির ১০ লাখ টাকা মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হয় গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৯)।
এ সময় মোটরসাইকেলে তার ভাই মিনহাজ ও ভাতিজা আশরাফুল ছিলেন। পথিমধ্যে দেওহাটা বাসস্ট্যান্ড পার হলে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে যায় এবং তাৎক্ষণিক সময়ের মধ্যেই প্রাইভেটকারের ভেতর থেকেই হাত বাড়িয়ে কৌশলে ব্যাগভর্তি টাকা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। পরে তারা ধাওয়া করলেও দুর্বৃত্তদের ধরতে পারেনি। ঘটনার পরদিন ১৮ ডিসেম্বর মির্জাপুর থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

