সিরাজগঞ্জে অকেজো সি সি ক্যামেরা, বাড়ছে অপরাধ

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫০
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫২

সিরাজগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যতম ভরসা ছিলো সি সি ক্যামেরা। কিন্তু দীর্ঘদিন ধরে অকার্যকর রয়েছে। ফলে পড়ায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। আর অপরাধ দমনে পুলিশ হিমশিম খাচ্ছে। প্রশাসনের উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন

ঝড় বৃষ্টিসহ নানা প্রকৃতিক দুর্যোগের কারণে ক্যামেরা গুলো নষ্ট হয়ে গেছে, এছাড়া দুর্বৃত্তরা অপরাধ কারার আগে ক্যামেরা নষ্ট করে ফেলে, যাতে তাদের সহজে চিহ্নিত করা না যায়। বর্তমানে অধিকাংশ ক্যামেরা অকেজো থাকায় অপরাধীদের শনাক্ত করা যচ্ছে না।

জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এসএস রোড, মুজিব সড়ক, কড়িতলা এবং বাজার স্টেশন এলাকায় ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে নষ্ট রয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালে শহরের ৬৫টি স্থানে প্রায় ১০০টি ক্যামেরা স্থাপন করে একটি কন্ট্রোল মনিটরিং সেন্টার চালু করা হয়েছিল। কিন্তু এখন অধিকাংশ ক্যামেরা কাজ করছে না।

স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান অভিযোগ করে বলেন, ক্যামেরা না থাকায় শহরে চুরি-ছিনতাই বেড়ে গেছে। সচল ক্যামেরা থাকলে অপরাধীরা দ্রুত ধরা পড়ত। একইভাবে ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, সিরাজগঞ্জ শহরে বর্তমান অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। বিশেষকরে ব্যাংক অফিস আদালতের আশেপাশে ছিনতাই ও মোটরসাইকেল চুরির ঘটনা প্রায়ই ঘটছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, সিসি ক্যামেরা সচল থাকলে অপরাধীদের শনাক্ত সহজ হয়। জেলা প্রশাসন ও পৌরসভার সঙ্গে আলোচনা চলছে, দ্রুত ক্যামেরাগুলো সংস্কার বা নতুন করে স্থাপনের উদ্যোগ নেয়া হবে।

অপরাধ নিয়ন্ত্রণে এই অব্যবস্থাপনা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্যই নয়, সাধারণ মানুষকেও আতঙ্কিত করে তুলেছে। শহরের নিরাপত্তা জোরদার করতে জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরাগুলো সচল করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত