আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোটালীপাড়ায় খুন করে ডাকাতি, নিহত ১

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

কোটালীপাড়ায় খুন করে ডাকাতি, নিহত ১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রতিদিনের মতো সকালে ছেলে পিয়াসকে বাড়িতে রেখে গ্রাম্য দন্ত চিকিৎসক পল মজুমদার ও তার স্ত্রী নার্স অনিতা বৈদ্য কর্মস্থলে চলে যান। দুপুর সাড়ে বারোটার দিকে পল মজুমদার বাড়িতে ফিরে দেখতে পান ঘরের আলমারির ড্রয়ার খোলা ও সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। ছেলে পিয়াসকে হাত, পা ও মুখবাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। প্রতিবেশীরা ছুটে গিয়ে পিয়াসকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার সাংবাদিকদের বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারের হাত পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই এবং কোটালীপাড়া থানা পুলিশকে বিষয়টি জানাই।

তিনি আরো বলেন, ডাকাতরা পিয়াস মজুমদারের হাত পা বেঁধে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে।

কোটালীপাড়া থানা ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন