ফেনী-০২ সদর আসনে ১১ দলীয় জোটের ঐক্য ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ এর ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি ডিজিটাল প্রচারের ‘ক্যারাভ্যান’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের খাজুরিয়াতে মঞ্জুর প্রধান নির্বাচনি অফিসের সামনে ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়।
এতে প্রচারের নতুন মাত্রা পাবে উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য কিছু কুচক্রী নানা ষড়যন্ত্র করছে। প্রশাসনকে এসব ব্যাপারে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব আ ন ম আব্দুর রহিম, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, মনসুর আব্দুল্লাহ, জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক ও ছাত্র শিবির শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমূখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

