টাঙ্গাইলের মধুপুরে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার সময় উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজার সংলগ্ন দড়িহাতীল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদুর রহমান সাগর উপজেলা ছাত্রলীগের সদস্য ও দড়িহাতীল গ্রামের আব্দুল কদ্দুস মাস্টারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাগরকে এরআগেও গ্রেপ্তার করা হয়েছিল। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে অপারেশন ডেভিলহান্ট ফেইস-২ এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

