ফেনীতে ছিনতাই মামলায় তাঁতীদল নেতাসহ গ্রেপ্তার ৬

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১: ১২
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১: ১৬

ফেনীতে তাঁতীদল নেতাসহ অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার বেশকিছু খণ্ডিত অংশও উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স গ্রামের মো. হারুনের ছেলে অটোরিকশা চালক মো. শাহিদ (১৭) ফেনী মডেল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

এজাহারে তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি যাত্রী সেজে ফেনী শহরের এসএসকে রোডের হোটেল ডিলাক্সের পাশের রাস্তা থেকে তার রিকশায় ওঠেন। তারা মহিপাল হাইওয়ে থানায় যাবেন বলে ৭০ টাকা ভাড়া ঠিক করেন। কিন্তু ফতেপুর ফ্লাইওভারের নিচে পৌঁছানোর পর তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

মামলার তদন্তে নেমে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর চাড়িপুরের এমদাদুল ইসলাম প্রকাশ পাভেল (২১), কুমিল্লার চৌদ্দগ্রামের মনোহর আলী প্রকাশ মনা (২১) এবং লক্ষ্মীপুরের কমলনগরের মো. রাশেদকে (১৯) গ্রেপ্তার করে।

পরবর্তীকালে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এই মামলায় ফেনী পৌর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন মানিক প্রকাশ বোমা মানিক (৪০) এবং পূর্ব দেবীপুর গ্রামের এনামুল হক (৫০)-কেও বাথানিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পাভেল, মনা ও রাশেদ স্বীকার করেছেন তারা অটোরিকশাটি ছিনতাই করে বোমা মানিকের কাছে হস্তান্তর করেছিলেন। এরপর বোমা মানিককে গ্রেপ্তার করা হয় এবং তার দেখানো স্থান থেকে অটোরিকশার ৩টি খণ্ডিত বডি, ৩টি চাকা ও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। রোববার বিকেলে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত