আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তালগাছে মাচা, ভেবেছিলাম পাখি ধরছে পরে দেখি গাঁজার আস্তানা

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

তালগাছে মাচা, ভেবেছিলাম পাখি ধরছে পরে দেখি গাঁজার আস্তানা

তালগাছ ছায়া দেয়, ফল দেয়—কিন্তু রাজৈরের এক যুবক অভিনব কায়দায় গাছের মাথায় মাচা বানিয়ে গোপন গাঁজা বিক্রির আস্তানা গড়ে তুলেছে। চলছিল নিষিদ্ধ ব্যবসা।

বিজ্ঞাপন

শনিবার (১০ নভেম্বর) রাতে রাজৈর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে।

আটক যুবক মো. শাকিব শেখ (২৭) একই এলাকার বাবুল শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব শাখার পাড়ে।

পুলিশ জানায়, তল্লাশির সময় শাকিবের পরিহিত প্যান্টের পকেট থেকে পুরনো কাগজে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তালগাছে এমন মাচা আগে কখনও দেখিনি। ভেবেছিলাম কেউ পাখি ধরছে, পরে দেখি গোপনে গাঁজা বিক্রি হচ্ছে!

রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, অভিনব কায়দায় অপরাধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দেয়া যায় না। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন