তালগাছে মাচা, ভেবেছিলাম পাখি ধরছে পরে দেখি গাঁজার আস্তানা

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৬: ০৫

তালগাছ ছায়া দেয়, ফল দেয়—কিন্তু রাজৈরের এক যুবক অভিনব কায়দায় গাছের মাথায় মাচা বানিয়ে গোপন গাঁজা বিক্রির আস্তানা গড়ে তুলেছে। চলছিল নিষিদ্ধ ব্যবসা।

বিজ্ঞাপন

শনিবার (১০ নভেম্বর) রাতে রাজৈর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে।

আটক যুবক মো. শাকিব শেখ (২৭) একই এলাকার বাবুল শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব শাখার পাড়ে।

পুলিশ জানায়, তল্লাশির সময় শাকিবের পরিহিত প্যান্টের পকেট থেকে পুরনো কাগজে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তালগাছে এমন মাচা আগে কখনও দেখিনি। ভেবেছিলাম কেউ পাখি ধরছে, পরে দেখি গোপনে গাঁজা বিক্রি হচ্ছে!

রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, অভিনব কায়দায় অপরাধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দেয়া যায় না। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ‘দৃশ্য / অদৃশ্য’ প্রদর্শনী

চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি

সাবেক বিমান বাহিনীর প্রধান আব্দুল হান্নানের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল

বাসে তিন দুর্বৃত্তের আগুনে জুলহাসের স্বপ্ন পুড়ে ছাই

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত