স্টাফ রিপোর্টার, টঙ্গী
গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন গাজীপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে ১৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও কোচিং–কেন্দ্র ফি তসরুপের অভিযোগে শিক্ষক–কর্মচারিরা তার অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন।
গভর্নিং বডির ৪৯ নম্বর সভায় গঠিত তদন্ত কমিটি সরেজমিন যাচাই শেষে ২৩ পৃষ্ঠার প্রতিবেদনে ১৪ কোটি ৮২ লাখ টাকার আর্থিক অনিয়ম শনাক্ত করে।
অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির তিনটি মার্কেটের ১৬১টি দোকানের ভাড়া ও পজিশন বিক্রির টাকা আত্মসাৎ করা হয়। এছাড়া, এইচএসসি কোচিং ও এসএসসি–এইচএসসি কেন্দ্র ফি বাবদ সংগৃহীত ১৩ লাখ টাকাও প্রতিষ্ঠানের হিসাবে জমা না করে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে। শিক্ষক–কর্মচারিরা আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রবীণ রাজনীতিক হাসান উদ্দিন সরকার বলেন, ‘দুর্নীতিবাজ অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ না করলে গভর্নিং বডিকে এর দায় নিতে হবে।’
অভিযুক্ত অধ্যক্ষের বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, ‘তদন্তে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার ১৪ কোটি ৮২ লাখ টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। আমরা আত্মসাৎকৃত অর্থ ফেরত আনার চেষ্টা করছি।’
গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন গাজীপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে ১৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও কোচিং–কেন্দ্র ফি তসরুপের অভিযোগে শিক্ষক–কর্মচারিরা তার অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন।
গভর্নিং বডির ৪৯ নম্বর সভায় গঠিত তদন্ত কমিটি সরেজমিন যাচাই শেষে ২৩ পৃষ্ঠার প্রতিবেদনে ১৪ কোটি ৮২ লাখ টাকার আর্থিক অনিয়ম শনাক্ত করে।
অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির তিনটি মার্কেটের ১৬১টি দোকানের ভাড়া ও পজিশন বিক্রির টাকা আত্মসাৎ করা হয়। এছাড়া, এইচএসসি কোচিং ও এসএসসি–এইচএসসি কেন্দ্র ফি বাবদ সংগৃহীত ১৩ লাখ টাকাও প্রতিষ্ঠানের হিসাবে জমা না করে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে। শিক্ষক–কর্মচারিরা আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রবীণ রাজনীতিক হাসান উদ্দিন সরকার বলেন, ‘দুর্নীতিবাজ অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ না করলে গভর্নিং বডিকে এর দায় নিতে হবে।’
অভিযুক্ত অধ্যক্ষের বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, ‘তদন্তে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার ১৪ কোটি ৮২ লাখ টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। আমরা আত্মসাৎকৃত অর্থ ফেরত আনার চেষ্টা করছি।’
ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবিকেলে প্রায় ৩০–৪০ যুবক দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা ছিল। ভাঙচুর শেষে তারা ভবনটির তৃতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়।
৫ ঘণ্টা আগেসোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
৭ ঘণ্টা আগেবন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
৭ ঘণ্টা আগে