আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল ইসলাম রবি মিজমিজি পাগলাবাড়ি এলাকার মো. ফারুকের ছেলে। আহতরা হলেন নিবিড়, হাবিব ও বিজয়। অন্যজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন