পাকুন্দিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১৫: ৫৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ষাইটকাহন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা দেন মা-বাবা।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের ১৪ বছরের এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী সাটিয়াদী গ্রামের এক প্রবাসীর সঙ্গে। এরই প্রেক্ষিতে দুপুরে মেয়ের বাড়িতে আয়োজন চলছিল। এমন খবর জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। পরে তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে থানা-পুলিশসহ ঘটনাস্থলে পাঠান। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও পাটুয়াভাঙা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুরুজ মিয়া মেয়ের মা-বাবাকে বাল্যবিবাহের কুফল এবং আইনি বিধানের কথা জানান। পরবর্তীতে মেয়ের মা-বাবা মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন বাল্যবিবাহের আয়োজন বন্ধ করার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাল্যবিবাহ একটি অপরাধ। এছাড়াও এর অনেক কুফল রয়েছে। সবাইকে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত