আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকুন্দিয়ায় ৪৪ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় ৪৪ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এ পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও পাঠদানে সমস্যার সৃষ্টি হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। ভারপ্রাপ্ত দিয়ে চলছে এসব প্রতিষ্ঠান। এছাড়াও ৪০টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে থাকা শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা হচ্ছে। শূন্য পদের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে কিছুদিন পর পর অবগত করা হয়। অচিরেই এ সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, দাপ্তরিক কাজ ছাড়াও প্রতিষ্ঠান প্রধানের অনেক দায়িত্ব পালন করতে হয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এতে অনেক জায়গায় শিক্ষকদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান দেওয়া সম্ভব হয় না। ফলে ব্যাহত হয় বিদ্যালয়ের গোটা শিক্ষা কার্যক্রম। এ সমস্যার যত দ্রুত সমাধান হবে, বিদ্যালয়গুলোর ফলাফল ততো ভালো হবে বলে শিক্ষকরা মন্তব্য করেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া বলেন, প্রধান শিক্ষক পদে সার্কুলার হয়েছে। নিয়োগ সম্পন্ন হলে শূন্য পদগুলো পূরণ হবে বলে আশা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন