কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণমিছিল

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৮: ১৩

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে টংগিবাড়ীতে ওলামা সম্মেলন ও গণমিছিল অনুষ্ঠিত। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

গণমিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ মাসুম বিন নূরী, মুহতামিম, রাউতভোগ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, টংগিবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

সমাবেশে বক্তারা বলেন, কাদিয়ানীরা মুসলমান নয়, তাই তাদের অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে—এটি আমাদের ঈমানের দাবি। দেশের মুসলমানদের উচিত এই বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা।

তারা আরো জানান, আগামী ১৫ নভেম্বর শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষে সবাইকে অংশগ্রহণ করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত