হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও বিজিবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪: ৪৫
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬: ৪১
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। উদ্ধার সহায়তায় কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি।

শুক্রবার বিকেল ৪টার দিকে রোজিনা আক্তার জানান আগুন নিয়ন্ত্রনে আনার জন্য ফায়ার ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১২ ইউনিট করা হয়েছে।

বিজ্ঞাপন

Fire hazaribagh

এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম আমার দেশকে জানান দুপুর ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, ৭তলা ভবনের ৫ম তলায় লেদারের গোডাউনে আগুন আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত