পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৩: ২৯

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের পাশে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিজ্ঞাপন

পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের একজনের নাম রাকিব জমাদ্দার। তিনি খুলনা সদরের বাসিন্দা। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন- খুলনার আয়েশা সিদ্দীক, শেখ আনিসুজ্জামান, মামুন, আজাদ গাজী, মোহাম্মদ হাবিব সেখ ও আরিফুল শেখ, গোপালগঞ্জের মিল্টন।

জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তেলবোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১ জন মারা যান। অন্যান্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে নিহত ও আহতরা বরযাত্রী। তাদের অধিকাংশই বাসের সামনের অংশে বসা ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত