অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ৩

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৩: ০৮

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ তিনজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের নাসির গ্লাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ (২০) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কামারদাহ গ্রামের আলম মোল্লার ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পিছন থেকে ঢাকামুখী একটি ট্রাক ধাক্কা দিলে ৪ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ নামের এক যুবক নিহত হন। অপর তিনজনের চিকিৎসা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানায় নেয়া হয়েছে। তবে চালক বা সহকারী কাউকে পাওয়া যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত