আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষমা চাইলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

ক্ষমা চাইলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।

তিনি বলেন, ‘গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না, প্রতিটি হামলার জবাব দেবো। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিজ্ঞাপন

শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি এসব বলেন। এর আগে দুপুরে সড়ক অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

পুলিশ কমিশনার নাজমুল বলেন, ‘আমার ওসি আপনাদের ডাকে দুই ঘণ্টা পর সাড়া দিয়েছেন বলে শুনেছি। আমি এখানে দাঁড়িয়ে বললাম, তাঁকে বরখাস্ত করবো। যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে অত্যাচারকারীরা আবারও মাথাচাড়া দিচ্ছে। কিন্তু তাদের বরদাশত করা হবে না। এরই মধ্যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে চিরুনি অভিযান চালানো হবে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন