মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৫: ২৯

রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার বেতিয়ারকান্দি তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের দাফনের আগে কুলিয়ারচর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। 
এসময় কুলিয়ারচর উপজেলা কমিশনার (ভূমি) মো. রসকিন মাশরুর খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম সিআইপি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মো. মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল মিল্লাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩ জুলাই  দুপুর বারোটার দিকে ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত