ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯: ৫৪

ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাড়ে যানবাহনের যাত্রী, চালক ও সহকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলীম দাইয়ান জানান, কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল শুরু হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় থাকা চালক, সহকারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত