আবু সাঈদ-মুগ্ধদের আত্মত্যাগ বৃথা হতে দেয়া যাবে না: শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২২
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩৪

গত পনেরো বছরে আবু সাঈদ-মুগ্ধসহ বিএনপির আন্দোলনে যেসব নেতাকর্মী নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সোমবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ বলেন, আবু সাঈদ এবং মুগ্ধর মতো অসংখ্য তরুণ বুকে গুলি নিয়েছেন। অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, অসংখ্য মা তাদের সন্তানকে হারিয়েছেন। আমরা যদি এই আন্দোলনের ঐক্য ধরে রাখতে না পারি, তবে সেই আত্মত্যাগ ইতিহাসে হারিয়ে যাবে। তাই শরীয়তপুরসহ সারাদেশের মানুষের ঐক্য অটুট রাখতে হবে।

তিনি আরও বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু তার সহযোগীরা এখনও সক্রিয়। তারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা তৈরি করছে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ তার বক্তব্যে শেষবারের মতো আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। সেই শক্তিকে ধরে রাখতে পারলেই গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে এবং শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।”

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত