স্টাফ রিপোর্টার, টঙ্গী
টঙ্গী তুরাগ তীরে শনিবার বাদ ফজর তাৎপর্যপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে নিজামুদ্দিন মারকাযের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। ফজর নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশে দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলবি বয়ান করেন। তিনি বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ আহমাদ কান্ধলবির বড় ছেলে। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওসামা ইসলাম।
শান্তিপূর্ণ পরিবেশ ও অনুকূল আবহাওয়া বজায় থাকায় ইজতেমায় আগত মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে ও গভীর মনোযোগ সহকারে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন এবং ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।
ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)। তিনি ময়দানে ২৭নং খিত্তায় অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে রাত ১০টা ০৫ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ময়দানের ৭২নং খিত্তায় অবস্থান করছিলেন।
এছাড়াও গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিদার তরফদার (৫৫) নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়। গত বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় মোট ৩ জন মুসল্লির মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা সাদ কান্ধলবি অনুসারী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।
প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
টঙ্গী তুরাগ তীরে শনিবার বাদ ফজর তাৎপর্যপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে নিজামুদ্দিন মারকাযের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। ফজর নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশে দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলবি বয়ান করেন। তিনি বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ আহমাদ কান্ধলবির বড় ছেলে। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওসামা ইসলাম।
শান্তিপূর্ণ পরিবেশ ও অনুকূল আবহাওয়া বজায় থাকায় ইজতেমায় আগত মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে ও গভীর মনোযোগ সহকারে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন এবং ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।
ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)। তিনি ময়দানে ২৭নং খিত্তায় অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে রাত ১০টা ০৫ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ময়দানের ৭২নং খিত্তায় অবস্থান করছিলেন।
এছাড়াও গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিদার তরফদার (৫৫) নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়। গত বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় মোট ৩ জন মুসল্লির মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা সাদ কান্ধলবি অনুসারী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।
প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে