আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবারো স্কুলবাসে আগুন, দগ্ধ ঘুমন্ত চালক

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

আবারো স্কুলবাসে আগুন, দগ্ধ ঘুমন্ত চালক

মানিকগঞ্জের শিবালয়ে আবারো স্কুলবাসে আগুন লাগিয়েছে ফ্যাসিবাদী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ফলসাটিয়া এলাকায় পার্কিংয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলারবাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

শিবালয় থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী এই বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। সকালে শিক্ষার্থীদের নিয়ে স্কুলে যেতে হবে বিধায় রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে। এতে বাসের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালকের শরীর অধিকাংশ পুড়ে যায়। দগ্ধ চালককে হাইওয়ে পুলিশ দ্রুত মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে অগ্নি দগ্ধ রোগীর চিকিৎসা না পাওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করেছে এবং হাসপাতালে পাঠিয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ভিডিও চিত্র বিশ্লেষণ করে অগ্নিসংযোগকারী ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ, একইভাবে গত ১০ নভেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে সারমানো ফিলিং স্টেশনের পাশে পার্কিং করা বিএনপি মনোনীত এমপি প্রার্থীর মালিকানাধীন একটি স্কুল বাসে অগ্নিসংযোগ করেছিল পতিত ফ্যাসিবাদী দুর্বৃত্তরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন