সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা জব্বার মোল্লার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২০: ১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দানেজ মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জব্বার মোল্লা (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

জানা গেছে, শনিবার ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জব্বার মোল্লা রিকশাযোগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ বিভাগে নেওয়া হয়। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত