উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
কয়েক দিনের অতি বর্ষণে নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায় সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ১০ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতঘরে পানি প্রবেশ করায় অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, পানিতে শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য মিশে দূষিত হয়ে পড়ায় বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ দেখা দিয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায় পানি সেচার পাম্পগুলো নষ্ট হয়ে যাওয়ায় গত কয়েক দিনের টানা বর্ষণে বেড়িবাঁধের ভেতরে জমে থাকা পানি নিষ্কাশন করা যাচ্ছ না। ফলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজিপাড়া, দরগাবাড়ী, খিদিরপুরসহ প্রায় ১০ গ্রামে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। জমে যাওয়া পানিতে ওই এলাকার রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান তলিয়ে গেছে। অনেকের ঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। এ কারণে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। নিম্ন আয়ের মানুষেরা বেকার হয়ে পরেছে।
পানির কারণে স্কুল কলেজে পড়ুয়া বহু শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এদিকে বৃষ্টির পানিতে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মিশে পানি দূষিত হয়ে যাওয়ায় ওই এলাকার মানুষের মধ্যে পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। কিছু কিছু এলাকায় টিউবওয়েল পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে বৃষ্টি মৌসুম এলেই এ অবস্থা সৃষ্টি হয়ে থাকে। এলাকাবাসী দ্রুত এ সমস্যার সমাধান চায়।
বাটপাড়া গ্রামের আনিছুর রহমান জানান, প্রতি বছর বর্ষা মৌসুম হলেই বেড়িবাঁধের মানুষ জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়ছে। রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকায় দরিদ্র পরিবারগুলো খাবার সংকটে পড়েছে। গত কয়েক দিনে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পানিবন্দি মানুষের মাঝে দুবার শুকনো খাবার বিতরণ করেছে।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সাংবাদিকদের জানান, পানি নিষ্কাষনের জন্য তিনটি পাম্প রয়েছে। তার মধ্যে দুটি পাম্প অচল। এ জন্য পানি নিষ্কাশন না হওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত পাম্প বসানোর চেষ্টা করছি। পানিবন্দি দরিদ্র মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
কয়েক দিনের অতি বর্ষণে নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায় সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ১০ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতঘরে পানি প্রবেশ করায় অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, পানিতে শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য মিশে দূষিত হয়ে পড়ায় বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ দেখা দিয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায় পানি সেচার পাম্পগুলো নষ্ট হয়ে যাওয়ায় গত কয়েক দিনের টানা বর্ষণে বেড়িবাঁধের ভেতরে জমে থাকা পানি নিষ্কাশন করা যাচ্ছ না। ফলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজিপাড়া, দরগাবাড়ী, খিদিরপুরসহ প্রায় ১০ গ্রামে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। জমে যাওয়া পানিতে ওই এলাকার রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান তলিয়ে গেছে। অনেকের ঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। এ কারণে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। নিম্ন আয়ের মানুষেরা বেকার হয়ে পরেছে।
পানির কারণে স্কুল কলেজে পড়ুয়া বহু শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এদিকে বৃষ্টির পানিতে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মিশে পানি দূষিত হয়ে যাওয়ায় ওই এলাকার মানুষের মধ্যে পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। কিছু কিছু এলাকায় টিউবওয়েল পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে বৃষ্টি মৌসুম এলেই এ অবস্থা সৃষ্টি হয়ে থাকে। এলাকাবাসী দ্রুত এ সমস্যার সমাধান চায়।
বাটপাড়া গ্রামের আনিছুর রহমান জানান, প্রতি বছর বর্ষা মৌসুম হলেই বেড়িবাঁধের মানুষ জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়ছে। রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকায় দরিদ্র পরিবারগুলো খাবার সংকটে পড়েছে। গত কয়েক দিনে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পানিবন্দি মানুষের মাঝে দুবার শুকনো খাবার বিতরণ করেছে।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সাংবাদিকদের জানান, পানি নিষ্কাষনের জন্য তিনটি পাম্প রয়েছে। তার মধ্যে দুটি পাম্প অচল। এ জন্য পানি নিষ্কাশন না হওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত পাম্প বসানোর চেষ্টা করছি। পানিবন্দি দরিদ্র মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২০ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৮ মিনিট আগে