মেয়ের চুরি হওয়া গরু উদ্ধারে প্রাণ গেলো পিতার

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৩: ১৮

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের এক ব্যক্তি গরুচোরদের ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। নিহতের নাম সবুর উদ্দিন (৬৫)। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত দুইটায় সাটুরিয়া উপজেলার ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে নার্গিসের (৩৫) গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। চোরেরা ট্রাকে করে গরু নিয়ে সাটুরিয়ার দিকে পালিয়ে যায়। রাতেই বাবা সবুরের মোবাইল ফোনে গরু চুরি যাওয়ার কথা জানান নার্গিস। সঙ্গে সঙ্গে সবুর ছোট ভাই শওকত আলী, ভাতিজা নাজমুল বাবুলকে নিয়ে বাড়ির পাশে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেয়। কিন্তু ট্রাকটি বাঁশের ব্যারিকেড ভেঙে সবুর আলীকে চাপা দিয়ে চলে যায়।

পরে সবুর আলীকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে সাভার এনাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুল হাসান বাবুল বলেন, দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামের জিয়াউর রহমান জিয়ার সঙ্গে তার চাচাতো বোন নার্গিসের বিয়ে হয়। ওই বাড়ি থেকে ফোন আসে ট্রাকে করে সাটুরিয়ার দিকে গরু নিয়ে পালাচ্ছে চোরের দল। আমরা খবর পেয়ে চাচাসহ রাস্তায় বাঁশ দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করি। কিন্তু চাচাকে ধাক্কা দিয়ে গরুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় চোরেরা। পরে চাচাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তার মৃত্যু হয়।

সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত