উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের এক ব্যক্তি গরুচোরদের ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। নিহতের নাম সবুর উদ্দিন (৬৫)। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে।
সোমবার দিবাগত রাত দুইটায় সাটুরিয়া উপজেলার ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে নার্গিসের (৩৫) গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। চোরেরা ট্রাকে করে গরু নিয়ে সাটুরিয়ার দিকে পালিয়ে যায়। রাতেই বাবা সবুরের মোবাইল ফোনে গরু চুরি যাওয়ার কথা জানান নার্গিস। সঙ্গে সঙ্গে সবুর ছোট ভাই শওকত আলী, ভাতিজা নাজমুল বাবুলকে নিয়ে বাড়ির পাশে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেয়। কিন্তু ট্রাকটি বাঁশের ব্যারিকেড ভেঙে সবুর আলীকে চাপা দিয়ে চলে যায়।
পরে সবুর আলীকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে সাভার এনাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুল হাসান বাবুল বলেন, দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামের জিয়াউর রহমান জিয়ার সঙ্গে তার চাচাতো বোন নার্গিসের বিয়ে হয়। ওই বাড়ি থেকে ফোন আসে ট্রাকে করে সাটুরিয়ার দিকে গরু নিয়ে পালাচ্ছে চোরের দল। আমরা খবর পেয়ে চাচাসহ রাস্তায় বাঁশ দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করি। কিন্তু চাচাকে ধাক্কা দিয়ে গরুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় চোরেরা। পরে চাচাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের এক ব্যক্তি গরুচোরদের ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। নিহতের নাম সবুর উদ্দিন (৬৫)। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে।
সোমবার দিবাগত রাত দুইটায় সাটুরিয়া উপজেলার ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে নার্গিসের (৩৫) গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। চোরেরা ট্রাকে করে গরু নিয়ে সাটুরিয়ার দিকে পালিয়ে যায়। রাতেই বাবা সবুরের মোবাইল ফোনে গরু চুরি যাওয়ার কথা জানান নার্গিস। সঙ্গে সঙ্গে সবুর ছোট ভাই শওকত আলী, ভাতিজা নাজমুল বাবুলকে নিয়ে বাড়ির পাশে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেয়। কিন্তু ট্রাকটি বাঁশের ব্যারিকেড ভেঙে সবুর আলীকে চাপা দিয়ে চলে যায়।
পরে সবুর আলীকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে সাভার এনাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুল হাসান বাবুল বলেন, দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামের জিয়াউর রহমান জিয়ার সঙ্গে তার চাচাতো বোন নার্গিসের বিয়ে হয়। ওই বাড়ি থেকে ফোন আসে ট্রাকে করে সাটুরিয়ার দিকে গরু নিয়ে পালাচ্ছে চোরের দল। আমরা খবর পেয়ে চাচাসহ রাস্তায় বাঁশ দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করি। কিন্তু চাচাকে ধাক্কা দিয়ে গরুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় চোরেরা। পরে চাচাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
১০ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০ ঘণ্টা আগে