আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে ইটভাটায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আবু তাহের ওরফে তারা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে তাহেরকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

নিহত মো. ফরিদ সরকার (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারকৃত আবু তাহের ওরফে তারা ডাকাত (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, গত মঙ্গলবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে ফরিদ সরকারকে লতিফপুর গ্রামের কেবিএম ইটভাটায় ডেকে নেওয়া হয়। পরে গভীর রাতে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের বড় ভাই ফারুক হোসেন বাদী হয়ে আবু তাহের ওরফে তারা ডাকাতসহ ছয়জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, মামলার প্রধান আসামি তারা ডাকাত গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার একটি বাড়িতে আত্মগোপনে রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ৩১ ডিসেম্বর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন