স্বেচ্ছাসেবক লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১১: ০৫
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১১: ৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বার পৌর সদরে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩) হত্যা মামলার অন্যতম আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন ডিউটি অফিসার। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসীসহ ৪টি মামলা রয়েছে।

saddam-3

মামলার এজহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল (৩৩) নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আমরা সংবাদ পেয়ে আসামিকে দেবিদ্বারে আনতে ঢাকায় পুলিশ পাঠিয়েছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত