আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোটালীপাড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

কোটালীপাড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি
ক্ষতিগ্রস্ত সড়ক

একটানা প্রবল বর্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে একটি সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে।

বিজ্ঞাপন

মাঝবাড়ি-মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি নতুন মসজিদ সংলগ্ন ব্রিজের দুই পাশের রাস্তা ভেঙে পড়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচল করা হাজার হাজার মানুষ।

জানা গেছে, কয়েক দিন ধরে একটানা বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন সড়কে ফাটল ও খানাখন্দ দেখা দিয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ–পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া জিরো পয়েন্টে

খানাখন্দ সৃষ্টি হয়েছে বিশ। মাঝবাড়ি-রাধাগঞ্জ সড়ক, ধারাবাশাইল-তরুর বাজার সড়ক কোটালীপাড়া-রাজৈর সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যবসায়ী দিদার দাড়িয়া বলেন, মাঝবাড়ি-মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি নতুন মসজিদের সামনের বেইলি ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ফলে বিপাকে পড়েছেন

হাজারো মানুষ। দ্রুত মেরামত করা দরকার এই সংযোগ সড়ক।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ বলেন, অতি বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছি। প্রবল বর্ষণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। সংযোগ সড়কটি দ্রুত মেরামতের জন্য কোটালীপাড়া এলজিইডির প্রকৌশলীকে বলা হয়েছে। দ্রুত জনগণের এই দুর্ভোগ লাঘব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন