সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২১

সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর, থানা ও আশুলিয়া থানা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার থানা রোডের তারাপুর মাঠে প্রধান অতিথি ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহ।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু।

সভায় বক্তরা বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। একজন বীর মুক্তিযোদ্ধা ও ক্ষনজন্মা পুরুষ। দেশের ক্রান্তি লগ্নে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আগামীতেও জনতার রায় নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তত। এ দলে আমরা রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের উত্তরসুরী।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহবান জানান। সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর, ঢাকা জেলা বিএনপির নেতা রাসেদুল আহসান রাসেদ, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল বাসেদ দেওয়ানসহ সভাপতি আবদুর রহমান বাবুল, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বাবুল, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহম্মেদ প্রদীপ, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, গোলাম হোসাইন ডালিম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত