নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন বাসের চালক। আটক ছিনতাইকারীরা হলেন আল-আমিন ও বিজয়। মঙ্গলবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বিজয় সোনারগাঁ থানার মাঝের চর এলাকার শাহজাহানের ছেলে এবং আল-আমিন বরিশালের আবুল হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, নিউ তিশা পরিবহনের একটি বাস ভোরে সাইনবোর্ড মোড়ে এসে থামে। এ সময় তিন ছিনতাইকারী বাসে উঠে ছিনতাইয়ের চেষ্টা করে। বাসচালক কৌশলে ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে বাসসহ শিবু মার্কেট এলাকায় চলে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

