লৌহজং উপজেলা প্রেসক্লাবের দায়িত্বে লিমন ও রাকিব

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১: ৪০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘লৌহজং উপজেলা প্রেসক্লাব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একইসঙ্গে আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৭) ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার উপজেলার অফিসার্স ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি আবু নাসের খান লিমন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম রাকিব (দৈনিক বাংলাবাজার পত্রিকা)।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি গোলাম মন্জুরে মাওলা অপু (দৈনিক নয়া দিগন্ত), রুবেল ইসলাম তাহমিদ (এটিএন-এমসিএল), সহ-সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকু (দৈনিক রুপবানী), সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন (দৈনিক আমার প্রানের বাংলাদেশ, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী (নিউজ বাংলা), দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (দৈনিক মনবতার কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল হোসেন (দৈনিক সারাবেলা), কার্যকরী সদস্য- সাদ্দাম হোসেন রাজিব।

কমিটি গঠনের পর উপস্থিত সাংবাদিকরা লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাফল্য কামনা করেন এবং মুক্ত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত