আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদ্মার এক কাতল ৫৫ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

পদ্মার এক কাতল ৫৫ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজির কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি ক্রয় করেন দৌলতদিয়া ফেরি ঘাটে এক মাছ ব্যবসায়ী।

বিজ্ঞাপন

বুধবার সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়তে নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। তিনি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছেন।

এর আগে ভোরে দৌলতদিয়া চরকর্নেশনা এলাকায় জেলে কৃষ্ণ হলদারের জালে ধরা পড়ে কাতল মাছটি। জানা যায়, কৃষ্ণ হলদারসহ তার সহযোগীরা ভোররাতে পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে সকালে তারা মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছবাজারে নিয়ে আসেন।

নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি হয়। ক্রেতা সম্রাট শাজাহান শেখ জানান, সকালে নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি।

পরে তিনি মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে মাছটি কুষ্টিয়ার কুমারখালির এক ব্যবসায়ীর কাছে মোট ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন