আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাতের ডিউটি শেষে ফেরার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

রাতের ডিউটি শেষে ফেরার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রবিউল ইসলাম নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় একটি অজ্ঞাত বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। রবিউল ইসলাম রাতে নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেলে মুকসুদপুরে ফিরছিলেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে রবিউল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন