আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- হাজিরটেক গ্রামে আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং আবদুর রহমানের ভাগনী ইউসুফের মেয়ে ইসরাত (১২)। নিহতরা ঢাকার একটি কওমী মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩টার দিকে ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন সে তাকে উদ্ধার করে। এই ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতের খোঁজে পানিতে প্রচেষ্টা চালানো শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর ইসরাতের লাশ উদ্ধার করেন।

জানা যায়, তারা ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে বাড়িতে আসছিলেন। তারা ঢাকা থাকতো। অনাকাঙ্ক্ষিত এই দূর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবার কাছে দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন