মাকে গলা কেটে হত্যা করে পালিয়েছে ছেলে

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২: ১২
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২: ১২

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, অর্থসম্পদ আত্মসাৎ করার লোভে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুণা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। রাত আনুমানিক একটার দিকে শিশুবাচ্চা কান্নাকাটি শুরু করলে সবার ঘুম ভেঙে যায়। তখন সবাই দেখেন করুণা রানী গলা কাটা অবস্থান পড়ে আছেন।

ছোট ভাই রথীন্দ ভদ্রের ধারণা, তার বড় ভাই রবি ভদ্র ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে ঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দিয়েছে। এতে ঘটনাস্থলেই করুণা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যায়। নিহত করুণা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

এলাকাবাসী জানান, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত