শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের পুরস্কার পেলেন রাজৈর থানার ওসি

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৭: ৫২
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৮: ১৯

ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও মামলা নিষ্পত্তিতে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মাদারীপুরে জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের পুরস্কার পেয়েছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার নাঈমুল হাছান শ্রেষ্ঠ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ হওয়ায় পুরস্কার পেয়েছেন রাজৈর থানার এসআই রিপন আলী খান।

বিজ্ঞাপন

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাব্বির হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চাতক চাকমা, রাজৈর-শিবচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদেরসহ জেলার সব থানার ওসি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত