টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদী ও বড় কুমুল্লী কাতলা বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তুহিন হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না জাল ও ৩০০ মিটার কারেন্ট জাল, বেহুন্দি জালসহ বিভিন্ন ক্ষতিকর জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন বলেন, "অবৈধ জাল দিয়ে মাছ ধরা হলে দেশের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ে। প্রজনন মৌসুমে এসব জাল নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

