গাজীপুরের শ্রীপুরে রাহাত হাসান রাব্বিকে জুলাই বিপ্লবে নিহত হওয়া এক ব্যক্তির হত্যা মামলার আসামি করা হয়েছে। দ্রুত মামলাটি প্রত্যাহারের কথা জানিয়ে রাব্বি শনিবার দুপুরে উপজেলার মাওনা বাজার এলাকায় এক সংবাদ সম্মেলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পিয়ার আলী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হাসান বিপুল। গাজীপুর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফকির শাকিল মাহমুদ।
রাহাত হাসান রাব্বি উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার মো. জমির হোসেনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী। তিনি একজন সক্রিয় ছাত্রনেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি গাজীপুর আদালতে নেত্রকোনা জেলার শহীদ রাসেল হত্যার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে আমাকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে। অথচ আমি জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রতিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, তারা যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে। খুঁজে বের করে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে।
জানা যায়, ৫ আগস্টে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে নির্বিচারে ছোড়া গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন রাসেল নামের এক যুবক। এ ঘটনায় নিহতের মা কুলসুম আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মোছা. কুলসুম আক্তার নেত্রকোনা জেলার বারহাট্টা থানার রূপগঞ্জের সুসংডহর এলাকার মো. মুন্সি মিয়ার স্ত্রী। এ বিষয়ে মামলার বাদীকে একাধিক বার ফোন করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

