ডিপ্লোমা প্রকৌশলীদের রেল অবরোধ: ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৬

ডিপ্লোমা প্রকৌশলীরা বিএসসি ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে প্রতিবাদে গাজীপুরের পৃথক স্থানে রেলপথ অবরোধ করেছে, যার ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের মেট্রো থানার পাশে এবং ঢাকা-টাঙ্গাইল-রাজশাহী রেলপথের তিতাস গ্যাস এলাকায় তারা অবরোধ সৃষ্টি করে। ফলে ঢাকা ছেড়ে যাওয়া এবং ঢাকাগামী অন্তত চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

বিজ্ঞাপন

অবরোধকারীরা জানিয়েছেন, উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে বিএসসি ইঞ্জিনিয়াররা নানামুখী ষড়যন্ত্র করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই পদায়ন ব্যবস্থা নিশ্চিত করেছিলেন। তারা বর্তমান সরকারের প্রতি তাদের স্বার্থ রক্ষা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত