আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

শরীয়তপুর ও নড়িয়া প্রতিনিধি
পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টাকারীদের সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, দেশের জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে আছে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের পথে হাঁটছে। জাতি জেগে গেছে, এখন আর কাউকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আগামী নির্বাচনকে ঘিরে যে গণজাগরণ তৈরি হয়েছে, তা আর কোনো শক্তিতেই থামানো সম্ভব নয়।

তিনি বলেন, সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী পরিস্থিতির কারণে মানুষ একটি প্রকৃত নির্বাচন থেকে বঞ্চিত ছিল। কিন্তু সেই দিন শেষ। এখন মানুষ চায় একটি সুষ্ঠু, স্বচ্ছ ও ভয়ের বাইরে অবাধ নির্বাচন। মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের অধিকার কেড়ে নিতে পারে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কোনোভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই।’

তিনি অভিযোগ করে বলেন, অতীতে কিছু রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে অস্ত্রের জোরে বিরোধীদের দমন করেছে। নিরাপদ পরিবেশ তৈরি করার বদলে তারা রাইফেল-পিস্তল নিয়ে তরুণদের ওপর হামলা করেছে। ছাত্র-যুবকদের ভয় দেখিয়ে রাজনৈতিক মাঠ দখল করেছে। ভেবেছিল মানুষ আরো বহুবছর চুপ থাকবে। কিন্তু পুরো জাতি যে জেগে উঠেছে, তা তারা বুঝতেই পারেনি।

তারেক রহমান ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এ প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তাদের নিজস্ব নিয়ম আছে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ নিয়ে তিনি বলেন, সৎ, সুনাম ও অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান করছি। আমরা চাই বিশ্ব দেখুক বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে।

সরকার ও নির্বাচন কমিশনের সম্পর্ক নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে যা যা সহযোগিতা প্রয়োজন সবই দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই একটি ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন