এক স্ট্যান্ডে বিএনপির দুই গ্রুপের মাইক দেখা গিয়েছে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল লিবার্টি চত্বর ও পূবালী চত্বরে। একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে দুই দিন ধরে নগরীজুড়ে আতঙ্ক বিরাজ করেছিল। কুমিল্লা টাউনহলে সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। ফলে টাউনহল হলের সামনে ৫০ গজ দূরত্বে সমাবেশ বিএনপির দুই গ্রুপ ।
২০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশ করে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। পূবালী চত্বরের ৫০ গজ পূর্ব পাশে সমাবেশ করে বিএনপি মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল লিবার্টি চত্বরের স্ট্যান্ডে তিনটি মাইক বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর তার নিচে তিনটি মাইক বিএনপি মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিনের। এমন দৃশ্য কুমিল্লা বিএনপির জন্য অশনিসংকেত সংকেত হিসেবে দেখছে সাধারণ মানুষ।
সমাবেশ-স্থলে আসা দুই গ্রুপের নেতাকর্মীরা জানান, দুই গ্রুপের মাইক একসাথে থাকার কারণে আমরা কারো কথা ভালো করে শুনতে পারিনি। উনারা সমাবেশ সকাল বিকাল সমন্বয় করে করলে ভালো হতো।
সমাবেশে আসা ফরিদুল ইসলাম বলেন, দুই গ্রুপের মাইকের শব্দে টাউনহলের আশেপাশে অতিরিক্ত শব্দ হয়েছে। এভাবে সমাবেশ করলে মানুষ বিএনপির প্রতি ভালোবাসা কমে যাবে।
এই বিষয়ে দুই গ্রুপের সাথে কথা বলতে চাইলে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক বলেন, সমাবেশ কে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল ।

