সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৫: ৩৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফরহাদ হাসান সানী (৪৫)। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহতের ছোট ভাই ডা.মো. দ্বীন ইসলাম মিঠু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত ফরহাদ হাসান সানী পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম দুলাল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছ, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে ফরহাদ হাসান সানী সৌদি আরবে বসবাস করে আসছেন। সৌদি আরবের তাবুক শহরে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কোম্পানির ডিউটি শেষে প্রাইভেটকার চালিয়ে বাসায় ফিরছিলেন ফরহাদ। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি একটি পিলারের সাথে ধাক্কা লেগে দুমরে-মুচড়ে যায়। এতে ফরহাদ গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরহাদ হাসান সানীর তানহা ও প্রিন্স নামে দুই শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত