পাঁচ দফা দাবিতে নরসিংদীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২০: ৪০

মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের সদয় হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, নরসিংদী শাখা।

রোববার বিকেলে সারাদেশের ন্যায় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবাদ সম্মেলন করে নরসিংদীর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

পাঁচটি দাবি হলো: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের শূণ্যপদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূণ্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রমজান আলী, ব্রাহ্মন্দী সরকারি কামিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরজাহান বেগমসহ অন্যান্যরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত